প্রকাশিত: Fri, Jul 26, 2024 2:56 PM
আপডেট: Tue, Jul 1, 2025 6:01 PM

[১] দুর্বৃত্তদের তাণ্ডবে স্বাস্থ্য অধিদপ্তরে ক্ষতি ৩৫ কোটি টাকা

মাসুদ আলম: [২] কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু করে গত শুক্রবার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। তাদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২১টি গাড়ি। এছাড়া আরও ৪৮টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৩০  থেকে ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের।

[৩] বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হারুনুর রশীদ  জানান, কোটা আন্দোলনে একদল দুর্বৃত্ত স্বাস্থ্য অধিদপ্তরের ভেতরে ঢুকে যায় এবং ব্যাপক ভাঙচুর করে। এসময় অধিদপ্তরের পুরোনো ভবনের সামনে পার্কিংয়ে রাখা ২১টি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়াও ২৪টি গাড়ি ভাঙচুর করা হয়। এসময় ভবনের প্রধান ফটক ও ভবনের গ্লাসসহ ভাঙচুর করা হয়।

[৪] তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ২১ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

[৫] জানা গেছে, মহাখালী কাঁচাবাজারের পাশে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) ভবন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ভবন, ঔষধ প্রশাসন অধিদপ্তর, জনস্বাস্থ্য অধিদপ্তর (আইপিএইচ), জাতীয় পুষ্টি কর্মসূচির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষোভকারীরা। 

[৬] এর আগে গত রোববার ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সম্পাদনা: সমর চক্রবর্তী